হোটেল থেকে আ’লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

0 ১৪২

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজারের শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার লাশ পাওয়া যায়।

নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার শহরের ঘোনার পাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষে ওই নেতার লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে।

তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি পুলিশের ক্রাইম সিনের টিম এসেছে। সিআইডি পুলিশও তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

রিপ্লাই করুন

Your email address will not be published.