সৈকতে গোসলে নেমে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

0 ১০০

শহরের কলাতলী পয়েন্ট বঙ্গোপসাগরে গোসল করার সময় নিখোঁজ হন শাহেদুল ইসলাম (২২) নামে এক যুবক। নিখোঁজের তিন দিন পর সোনাদিয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে ভেসে আসা মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহেদুল ইসলাম কক্সবাজার শহরতলীর বাসটার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া ইসলামাবাদ এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আজিম আলীর ছেলে।

এর আগে, শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কলাতলীর ডিভাইন হোটেল পয়েন্ট বঙ্গোপসাগরে গোসল করার সময় নিখোঁজ হন তিনি।

জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, শুক্রবার কলাতলীর ডিভাইন হোটেল পয়েন্ট উপকূলে একা গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ তিনদিন পর সোনাদিয়া দ্বীপের পশ্চিম উপকূলে ভেসে আসে। স্থানীয় জেলেদের মাধ্যমে খবরটি জানতে পেরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট উপকূলে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায় মো. আলী তুহিন (১৫) নামের এক স্কুলছাত্র। তার মরদেহ এখনও পাওয়া যায়নি। নিখোঁজ মো. আলী তুহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেন ও নাসিমা আকতারের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এনিয়ে গত ৫ মাসে শহরের উপকূলবর্তী বঙ্গোপসাগরে গোসল করতে নেমে একজন নিখোঁজসহ ৫ জন নিহত হয়।

রিপ্লাই করুন

Your email address will not be published.