সমুদ্র সৈকতে এক পর্যটকের মৃত্যু

0 ১২৭

নিজস্ব প্রতিনিধি,

সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুর ২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।

মৃত্যু হওয়া মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। 

স্থানীয়দের বরাতে শাহীন বলেন, মঙ্গলবার সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এতে শাহজাহান টিউব নিয়ে সাগরে কিছুটা দূরে চলে যান।

” গোসলের এক পর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। এসময় তাকে ভেসে যেতে দেখে স্থানীয় লাইফগার্ড কর্মিরা মুমূর্ষাবস্থায় উদ্ধার করেন। “

পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। 

শাহীন জানান, মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

রিপ্লাই করুন

Your email address will not be published.