সমুদ্রসৈকত থেকে যুবকের মরদেহ উদ্ধার

0 ১৪৩

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর বলে ধারণা করছেন পুলিশ।

মঙ্গলবার (৭ ফ্রেবুয়ারি) দুপুর ২টার দিকে সৈকতের হিমছড়ির দরিয়ানগর পয়েন্টসংলগ্ন ৩ নম্বর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেল ৪টা নাগাদ ওই যুবকের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

পুলিশের ধারণা, সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে যুবক। তার পরনে রয়েছে কালো জ্যাকেট, গেঞ্জি ও কালো হাফপ্যান্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান। তিনি বলেন, দুপুরের দিকে হিমছড়ি সৈকতের দরিয়া নগর ৩ নম্বর ব্রিজের পাশে আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

রিপ্লাই করুন

Your email address will not be published.