রামুতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

0 ১৫৭

রামু প্রতিনিধি:

রামুর গর্জনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিউদ্দিন পুতু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩১ জানুয়ারি সন্ধ্যায় ইউনিয়নের পূর্বজুমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক একই গ্রামের শরাফত আলীর ছেলে। গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কম্পিউটার অপারেটর হিসাবে দায়িত্বে ছিলো। গর্জনিয়ার পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী মারা যাওয়া যুবকের পরিবারের বরাত দিয়ে বলেন- মঙ্গলবার সন্ধ্যায় মহিউদ্দিন পুতু নিজ বাড়িতে নিজেই বৈদ্যুতিক মটর স্থাপনের কাজ করছিল। এমন সময় অসতর্কতা বসত বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়। মহিউদ্দিনের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

রিপ্লাই করুন

Your email address will not be published.