টেকনাফে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫

0 ১০৩

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ,

টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং উলুবনিয়া এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার মুখামুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১০মার্চ) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের এসআই মো. আলমগীর।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কক্সবাজার থেকে টেকনাফ মুখী কাভার্ডভ্যান
(ঢাকা মেট্রো-ট-২৪-৪৬৩৭) হোয়াইক্যং টু কক্সবাজার মুখী যাত্রীবাহি সিএনজি (কক্সবাজার-থ-৬৭২৪) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে আশংকাজনক এক নারীকে গয়ালমারা এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। হোয়াইক্যং হাইওয়ে থানার এটিএসআই মো. আব্দুস সবুর হাসপাতাল থেকে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আহত-৪ জন কে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

রিপ্লাই করুন

Your email address will not be published.