টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ

0 ১১৭

কক্সবাজারের টেকনাফে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করা হয়েছে। মালয়েশিয়া নেওয়ার কথা বলে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাদের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

অপহরণের শিকার যুবকরা হলেন– টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের নবী হোসাইনের ছেলে রিজিম উল্লাহ, একই ব্লকের মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন ও ইসমাইলের ছেলে মজিবুল্লাহ।
২১ নম্বর ক্যাম্পের মাঝি আজিজুল হক ভুক্তভোগীদের পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার (২১ জুন) সকাল ১০টার দিকে রিজিম, রিয়াজ ও মজিবুল্লাহ দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে বাড়িতে কল করে তারা জানান, তাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে। অপহরণকারীরা তাদের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা না পেলে তাদের হত্যা করা হবে।
টেকনাফ চাকমারকুল এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ পুলিশ পরিদর্শক সরেজ চন্দ্র জানান, বৃহস্পতিবার সকালে মিয়ানমারের একটি নম্বর থেকে ভুক্তভোগীদের পরিবারের কাছে কল করে মুক্তিপণের টাকা দাবি করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে কাজ চলছে।

রিপ্লাই করুন

Your email address will not be published.