কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

0 ১৯৮

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ও বিকেলে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া ও জুলেখা বিবির পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।

বিষয়টি নিশ্চি করেন দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

স্থানীয়দের বরাতে আলাউদ্দিন আল আজাদ বলেন, সোমবার দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ায় আব্দুল মোকাররমসহ স্থানীয় কয়েক শিশু বসতভিটায় খেলাধুলা করছিল। একপর্যায়ে অভিভাবকদের অগোচরে বসতভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেন। পরে পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোকাররমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন আল আজাদ বলেন, জান্নাতুল বকেয়াসহ প্রতিবেশী আরো কয়েকশিশু বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির আঙ্গিনা লাগোয়া পুকুরে সে পড়ে যায়। এতে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

রিপ্লাই করুন

Your email address will not be published.