কক্সবাজার চেম্বারের সম্মাননা পেল ৩ নারী উদ্যোক্তাসহ ৫ ব্যবসায়ী

0 ১৩৪

নিজস্ব প্রতিবেদক,

৩ নারী উদ্যোক্তাসহ সফল ৫ ব্যবসায়ীকে সম্মাননা জানিয়ে পুরস্কৃত করেছে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

পর্যটন শহরের ব্যবসায়ী সংগঠন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সভায় ৩ নারী উদ্যোক্তাসহ সফল ৫ ব্যবসায়ীকে হাতে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়।
রবিবার (১৯ মার্চ) শহরের পাঁচ তারকা মনের হোটেলের কনফারেন্স হলে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি আবু মোরশেদ চৌধুরী।

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার চেম্বারের তুলনায় কক্সবাজার অনেক পিছিয়ে। দায়িত্বের ব্যাপারে আমাদের আরও সক্রিয় হতে হবে। কক্সবাজারের ব্যবসায়ীরা সিদ্ধান্তের ব্যাপারে এক জায়গায় হয় না বলে নানা বিড়ম্বনার শিকার। সবার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

দেশে ৯৩টি লবণ উৎপাদন কেন্দ্রের মধ্যে কক্সবাজার ২২ তম। সিংহভাগ লবণ উৎপাদন হয় এখানেই। লবণ শিল্পকে কিভাবে সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে। আয়োডিন আমদানিতে ট্যাক্স মওকুফ ও কোস্টাল ট্যুরিজমকে প্রমোট করতে প্রণোদনা চায় চেম্বার।

আবু মোরশেদ চৌধুরী বলেন, কক্সবাজারে প্রচুর বৈদেশিক পর্যটক আসে। তাদের সেবা দেওয়ার জন্য কাঙ্ক্ষিত লোক এখনো গড়ে ওঠেনি। আমাদের সন্তানদের শিক্ষাদীক্ষায় আরো বেশি অ্যাডভান্স হতে হবে।

বার্ষিক সাধারণ সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে চেম্বারের কার্যক্রম উপস্থাপন করেন পরিচালক আবিদ আহসান সাগর।

বিগত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পেশ করেন সচিব নাছের মাহমুদ।

বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি সাবেদ উর রহমান, সহসভাপতি
পরিচালক আব্দুল খালেক।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, ব্যবসায়ীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ব্যবসায়ীদের ওপরই দেশের অর্থনীতি নির্ভর করে। সবকিছুর আগে দেশকে নিয়ে ভাবতে হবে। কক্সবাজারকে এগিয়ে নিতে সবার সমন্বিত প্রচেষ্টা দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এসময় রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামসহ চেম্বারের পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্বস্ব ব্যবসায় সফলতার স্বীকৃতিস্বরূপ ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

তারা হলেন, আবদুল শুক্কুর, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নয়ন সেলিনা, মনোয়ারা পারভীন ও শাহেনা মজুমদার চুমকী।

তার আগে চেম্বারের প্রকাশনা “সুনীল সম্পদ” বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

রিপ্লাই করুন

Your email address will not be published.