পুষ্টির চাহিদা মিটায় নিরাপদ শুটকি

0 ১২৯

আবদুল্লাহ নয়ন:

সাগরের মাছে আয়ডিন সহ বিভিন্ন ধরনের অনু পুষ্টি থাকে। যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে শুঁটকি হতে হবে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত। নিরাপদ শুটকি মাছ সকল পেশাজীবি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিরাপদ শুটকির গুণগতমান ও উপকারিতা নিয়ে কক্সবাজার-এ অনুষ্ঠিত `সেলস প্রোমোশন ইভেন্ট’-এ তথ্য জানানো হয়।

ইউএসএআইডি এর অর্থায়নে ওয়াল্ডফি’র কারিগরি সহায়তায় মেসার্স শাহ্ আমানত ট্রেডার্স এই ইভেন্টের আয়োজন করে।

ইভেন্টে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডফিশ’র জোন অব রেজিলিয়েন্স কোঅর্ডিনেটর এস, এম, নূরুন নবী।

প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এই প্রোগ্রামের উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউট’র কক্সবাজার-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন প্রধান

 ড. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার এডিবি হ্যাচারির আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা মোর্শেদা আইভি।

ইউনিসেফ-এর কো-অর্ডিনেশন এন্ড টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিষ্ট মোঃ শাহ আলম। ইভেন্টে অন্যদের মধ্যে ওয়াল্ডফিশ-এর অ্যাকোয়াকালচার স্পেশালিষ্ট ড. আবদুল বাতেন ভূঁইয়া,

মেসার্স শাহ আমানত ট্রেডার্স-এর প্রোপাইটর মোঃ আমান উল্লাহ, , স্কুল শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, এনজিও প্রতিনিধি, সংবাদিক ও বিভিন্ন উদ্যোক্তা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ মাহবুব আলম।

রিপ্লাই করুন

Your email address will not be published.