ইয়াবা পাচার মামলায় ৪ জনের ১৫ বছর করে সশ্রম কারাদন্ড

0 ১৪৪

আদালত প্রতিবেদক,

৮ লক্ষ ইয়াবা পিচ পাচারের মামলায় ৩ রোহিঙ্গা সহ ৪ জনকে ১৫ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বুধবার ১৫ ফেব্রুয়ারী এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীর হলো : ভোলা জেলার চরফ্যাশনের দৌলতপুরের সোবহান হাওলাদার এর পুত্র মোহাম্মদ আলী। এছাড়া তিন রোহিঙ্গা হচ্ছে-মিয়ানমারের মংডু জেলার আলী টানজুর হাশুরাতা এলাকার আবুল বশরের পুত্র হাফিজুল্লাহ, মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং এর কিতারবিল এলাকার নজু মিয়ার পুত্র মোঃ জামিল এবং মিয়ানমারের মংডুর নারীরবিল এলাকার মৃত হোছনের পুত্র বদি আলম।

রাষ্ট্র পক্ষে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট সাঈদ হোসাইন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট মঈনুল আমিন আদালতে মামলাটি পরিচালনা করেন। 

রিপ্লাই করুন

Your email address will not be published.