বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

0 ১৬৩

নিজস্ব প্রতিবেদক,

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে দিকে উখিয়ার বালুখালী ১০ ও ১১ রোহিঙ্গা ক্যাম্পে ডি-বল্ক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা। কি ভাবে আগুনের সুত্রপাত হয়েছে এখনো জানা যায়নি। তবে আগুনের তীব্রতা বেশি বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

বিষয়টি স্বীকার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা জানান, উখিয়ার বালুখালী ১০ ও ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান,আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। আপাতত কিছু বলতে পারছিনা

বিস্তারিত পরে আসছে…….

রিপ্লাই করুন

Your email address will not be published.