নাফ নদীতে কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ ১ পাচারকারী আটক 

0 ১৫৮

টেকনাফ প্রতিনিধি,

কক্সবাজারের টেকনাফের কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও ৩৩ বোতল বিদেশী মদ সহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। 

মঙ্গলবার (১৪ মার্চ ) ভোররাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  কোস্টগার্ড স্টেশান টেকনাফ কর্তৃক নাফনদীর সাবরাং সংলগ্ন এই

অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে বিবরণে কোস্ট গার্ড সুত্র জানায়,সাবরাং এলাকায় নাফ নদীর বেড়ীবাঁধ দিয়ে রাতের অন্ধকারে কিছু ব্যক্তিকে কাঁধে করে বস্তা নিয়ে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এতে তারা বস্তাগুলো ফেলে দিয়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মুজিবুর রহমান (২৫) নামের একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী চালিয়ে ৫৬৪ ক্যান বিয়ার ও  ৩৩ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে জানায়, সে খাগড়াছড়ি জেলার  লক্ষিছড়ি থানাধীন ময়ুরখিল গুচ্ছগ্রাম এর বাসিন্দা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিয়ার ক্যান, বিদেশী মদ ও আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

রিপ্লাই করুন

Your email address will not be published.