চাকরিয়া হিফজুল কুরআন সনদ পেলেন ৬৮ শিক্ষার্থী

0 ১৩৩

নিজস্ব প্রতিবেদক,
চকরিয়া মালুমঘাট কাটাখালী মজিদিয়া ছিদ্দিকীয়া মাদরাসার হিফজ বিভাগের ৬৮ জন (৩০ পারা কুরআন মুখস্থ) শিক্ষার্থীকে ‘হিফজুল কুরআন সনদ’ ও পাগড়ি প্রদান করা হয়েছে। মাদ্রাসার অনুষ্ঠিত ২৪তম ২দিন ব্যাপী বার্ষিক সভার শেষে (১১ মার্চ) শনিবার সন্ধায় ২০২২ সালের হিফজ সম্পন্নকারী একসাথে ৬৮ ছাত্রকে মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে বিরল সম্মানা ও পাগড়ী প্রধান করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাদা মাওলানা হাফেজ মুহাম্মদ মাছুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা আ.ক.ম ছাদেক। এতে চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও হাফেজ কোরআনের অভিভাবক ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিকে সম্মানানা পাগড়ী প্রধান করা হয়।
উল্লেখ্য, প্রায় ৩০ বছর আগে অজপাড়ায় গড়ে উঠা এই মাদ্রায় বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের ৪’শত শিক্ষার্থী হিফজের পাশাপাশি জেনারেল কারিকুলামে পড়ালেখা করছে।

রিপ্লাই করুন

Your email address will not be published.