চকরিয়া এক রাতে মিয়ানমারে ৯০ গরু জব্দ

0 ১৭৭

মায়ানমার থেকে বাংলাদেশে অবৈধ ভাবে গরু-মহিষ আনা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এখন পাহাড়ি নতুন নতুন পথ দিয়ে এসব গরু-মহিষ চকরিয়া, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে নিয়ে আসছে পাচারকারী চক্র। সোমবার ভোর রাতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯০টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মিয়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব গরু চকরিয়ার বিভিন্ন স্থান থেকে জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৭ ব্যাটালিয়নের পরিচালক আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শহিদুল ইসলাম।

লেফটেনেন্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় চোরাচালান দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, বিজিবি-৫৭ ব্যাটালিয়ন সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইতোমধ্যে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের চোরাচালানকৃত গবাদি পশু আটক করতে সক্ষম হয়েছে।

রিপ্লাই করুন

Your email address will not be published.