কক্সবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

0 ১৫৪

নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজার পৌর এলাকার উত্তর সিকদার পাড়ার এক বাসা থেকে আট হাজার পিস ইয়াবাসহ একজন স্থানীয় বাসিন্দা ও দু’জন রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শনিবার (৪ মার্চ ) বিকেলে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার, মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ কথা জানান।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং এলাকার ঝিনা পাড়ার মরহুম মো: হাশেমের ছেলে আবদুল হাই (২৫), উখিয়া থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের ৩৮ নম্বর ঘরের রহমত উল্লাহ (৩০), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের জানে আলম (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে মো: আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ৩টার সময় র‌্যাব-১৫ কক্সবাজার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সিকদার পাড়া ডাক্তার মরিয়মের সেমিপাকা ভাড়া বাসায় অভিযান চালায়। বাসা ও আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন স্থানীয় বাসিন্দা ও দু’জন রোহিঙ্গাকে আটক আটক করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপ্লাই করুন

Your email address will not be published.