কক্সবাজারে লবণ শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0 ১৮০

কক্সবাজার প্রতিনিধি:

প্রান্তিক লবণচাষী ও মিল মালিক-কোম্পানীর মাঝে উৎপাদন সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি লবণ শিল্পের উন্নয়নে কক্সবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রান্তিক চাষীদের নানা সুবিধা-অসুবিধা ও লবণ শিল্পে সম্ভাবনার বিষয় তুলে ধরে আলোচকরা নিজেদের মতামত ব্যক্ত করেন।

বুধবার সকালে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে লবণচাষী ও প্রতিনিধিদের নিয়ে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারিদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

” অটুট বন্ধনে সমৃদ্ধ পথচলা ” প্রতিপদ্যে প্রতিবছরের মত অনুষ্টিত মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে লবণের মূল্য কমে যাওয়া, চাষীদের কষ্ট, কিভাবে লবণ শিল্পে লাভবান হওয়া যাবে এবং চলতি মৌসুমে চাহিদার চেয়ে বেশি উৎপাদনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মোল্লা সল্ট ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান মোল্লা।

এতে উপস্থিত ছিলেন লবণ চাষী সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল চৌধুরীসহ মোল্লা সল্ট এর উর্দ্ধতন কর্মকর্তা এবং শতাধিক লবণ চাষী।

সভার শুরুতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিটিন নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোল্লা সল্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান মোল্লা বলেন, এই সভার মধ্যে দিয়ে প্রান্তিক লবণ চাষীদের সাথে লবণ শিল্প মালিকদের সর্ম্পক আরো এক ধাপ এগিয়ে যাবে। নানা প্রতিকূলতার মাঝে চাষীরা লবণ চাষ করছেন। তাদের কষ্ট সর্ম্পক তিনি ভালভাবে অবগত।

রিপ্লাই করুন

Your email address will not be published.