নিজস্ব প্রতিবেদক,
ভারতের আদালতে বেকসুর খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে সসম্মানে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসঙ্গে, সালাহ উদ্দিন আহমেদের মানবাধিকার সমুন্নত রেখে তার সম্মান রক্ষার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন,‘আপনারা অবগত আছেন যে সালাহ উদ্দিন আহমেদকে অপহরণ ও গুম করার পর তার স্ত্রী হাসিনা আহমেদ সংশ্লিষ্ট থানায় জিডি করার জন্য অনেকবার চেষ্টা করেও পুলিশী অসহযোগিতার কারণে ব্যর্থ হন। অতঃপর মাননীয় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার জন্য সরকারকে নির্দেশনা দেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ বিশ্বের প্রায় সকল মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে এবং তার মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়। জাতিসঙ্ঘ মহাসচিবের কার্যালয় প্রেস ব্রিফিংয়ে তার বিষয়টি উত্থাপন করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অধিকার, আইন ও শালিস কেন্দ্রসহ বাংলাদেশের সকল মানবাধিকার সংগঠন উক্ত সময়ে প্রতিনিয়ত বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সকল গণমাধ্যম প্রায় প্রতিদিন এ বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিষয়ে সোচ্চার ছিল। নিউইয়র্ক টাইমস, বিবিসি, আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও যথেষ্ট গুরুত্ব দিয়ে এ বিষয়ে সংবাদ প্রচার করে। ব্রিটিশ পার্লামেন্টের আর্লি ডে মোশানে বিষয়টি উত্থাপিত হয়। যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সংশ্লিষ্ট সাব কমিটিতে কংগ্রেশনাল টেস্টিমোনি দেয়া হয়। বাংলাদেশে অবস্থিত প্রায় সকল গণতান্ত্রিক দেশের দূতাবাসকে এ বিষয়টি অবহিত করা হলে তাদের পক্ষ থেকে পর্যাপ্ত কূটনৈতিক সমর্থন ও সহযোগিতা পাওয়া যায়।’
‘আপনাদের সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা এবং উল্লেখিত সকল মহলের ঐকান্তিক প্রচেষ্টাকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি,’ বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সূর্যসন্তান, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম ভ্যানগার্ড, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে অবিলম্বে আমাদের মাঝে ফেরত চাই। ভারতের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশের পরিপ্রেক্ষিতে অবিলম্বে বাংলাদেশের এক শীর্ষ রাজনৈতিক নেতাকে অবিলম্বে সসম্মানে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
পরিশেষে তিনি বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তাকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘ আট বছর ভারতের কারাগারে ও নজরবন্দী অবস্থায় কাটাতে হয়েছে। তাকে ভারতের সর্বোচ্চ আদালত বেকসুর খালাস দেয়ার পার তাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সালাহ উদ্দিন আহমেদকে মুক্ত অবস্থায় অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।