উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নারী নিহত গুলিবিদ্ধ ক্যাম্পের হেড মাঝি 

 উখিয়া প্রতিবেদক,

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত এবং ক্যাম্পের এক হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উখিয়া বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি ব্লকে একদল দুর্বৃত্ত গুলি ছুড়ে। এতে বি ব্লকের বাসিন্দা নজুমুদ্দীনের স্ত্রী নুর কায়েস গুলিবিদ্ধ হয়। তাকে ক্যাম্পের পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরাফাত হোসেন নামে অপর এক রোহিঙ্গাও গুলিবিদ্ধ হয়। 

অপর দিকে উখিয়া ১২ নম্বর ক্যাম্পের এইচ ৪ ব্লকে দুর্বৃত্তের গুলিতে উক্ত ক্যাম্পের হেড মাঝি আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ  আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ৭/৮ জনের মুখোশধারী সন্ত্রাসী ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে উক্ত ক্যাম্পের হেড মাঝি আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। 

পুলিশ জানান ক্যাম্পে গোলাগুলির ঘটনায় এপিবিএন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

Comments (০)
Add Comment