‘পর্যটন খাতে অপরিকল্পিত’

0 ১৪১

নিজস্ব প্রতিদেক্।

পর্যটন খাতে অপরিকল্পিত এবং অব্যবস্থাপনা রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। 

রোববার দুপুরে কক্সবাজার জেলার পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন খাতে অপরিকল্পিত এবং অব্যবস্থাপনা রয়েছে। এখানে পর্যটনের নামে যে সব অবকাঠামো হচ্ছে তার কোন পরিকল্পনা নেই। তাই পর্যটন শিল্পের বিকাশে একটি মহাপরিকল্পনা গ্রহণ করছে সরকার। সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রিপ্লাই করুন

Your email address will not be published.