ব্যবসায় দুই নাম্বারি করলে রিজিকের বরকত উঠিয়ে নেন

0 ৯৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও গবেষক অধ্যাপক ডঃ লুৎফুর রহমান বলেছেন, কুরআন বাদ দিয়ে কোন জ্ঞান-বিজ্ঞান নেই। বিজ্ঞানের সমস্ত আবিস্কার কুরআনের কাছে নতিস্বীকার করেছে। কম্পিউটারসহ যত আবিস্কার সব কুরআন থেকেই হয়েছে। যত কাব্য মহাকাব্য, কুরআনের কাছে বিলীন হয়ে গেছে। সুতরাং সব সমস্যার সমাধান কুরআন। কুরআনে শান্তি। কুরআনেই মুক্তি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার মূল্যবান আলোচনা পেশ করেন ডঃ লুৎফুর রহমান।

ব্যবসা বাণিজ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যবসা একটি ইবাদত। নবী-রাসূলেরা ব্যবসা করেছেন। এটি মহৎ পেশা। যারা ব্যবসায় দুই নাম্বারি করে আল্লাহ তাদের রিজিকের বরকত উঠিয়ে নেন।

ব্যবসায় যত দুই নাম্বারী, বাংলাদেশে বেশি। কোন মুসলমান হারাম ব্যবসা করতে পারেন না। হালাল পথে আয়-রোজগার না করলে সব বরবাদ যাবে। হারামের টাকায় খেয়ে কোন ইবাদত কবুল হবে না।

কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হকের সভাপতিত্বে তাফসীর মাহফিলে আল্লামা লুৎফুর রহমান বলেছেন, আল্লাহ অনন্তকাল ধরে ক্ষমতাবান। তাতে বিশ্বাস রেখে আমাদের জীবন চলতে হবে। একত্ববাদে আঘাত হয় এমন কোন কাজ করা যাবে না।

আলোচনায় তিনি বলেন, মু’মিন ব্যক্তি আল্লাহর ইবাতের জন্য খায়। সেই খাবারের শক্তি দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার কাজে ব্যয় করতে হবে।
কাফেরেরা খায় পেট পুরতে। তাদের খাবারের কোন জবাবদিহি করতে হবে না।

সোমবার বাদে মাগরিব থেকে আলোচনা করেন, কুমিল্লা শাসানগাচা জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী ও কক্সবাজার বিজিবি ক্যাম্প সিকদার পাড়া জামে মসজিদের খতীব মাওলানা আবদুর রহিম বশরী।

মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন কক্সবাজার জেলা বাবুর্চি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী বাবুর্চি।

কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিনের সঞ্চালনায় তাফসির মাহফিলে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুলক, জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কক্সবাজার জেলা বারের সিনিয়র আইনজীবী মোহাম্মদ নেজামুল হক, আলীর জাঁহাল বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিক বিন সিদ্দিক, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আমিনুল ইসলাম হাসান, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর কার্যকরী সভাপতি মুসা কলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম. শাহ আলম, কক্সবাজার জেলা হোটেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম (বিল্ডার), হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম ইউ বাহাদুরসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

রিপ্লাই করুন

Your email address will not be published.