উখিয়ায় গুলি করে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক হত্যা

0 ১২৪

নিজস্ব প্রতিবেদক্।

উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নুর বশর (৩৫) নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এর আগে একই দিন ভোরে কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প-২ এ ঘটনা ঘটে বলে জানান ওসি।

নিহত নুর বশর একই ক্যাম্পের সি ব্লকের মৃত আব্দুস সালামের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নুর বশর ক্যাম্পের একটি এনজিও অফিসে রাতে পাহারা দিয়ে ভোরে নিজ ঘরে ফেরার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে। তার মাথা ও পিঠে দুটি গুলি করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলাকারীদের শনাক্ত ও আটকে এপিবিএনকে সঙ্গে নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

রিপ্লাই করুন

Your email address will not be published.