হোটেল-মোটেল জোনে ২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ: অভিযান চলবে

0 ১৭২

ডিসকভার কক্স প্রতিবেদক:

কক্সবাজার শহরে হোটেল-মোটেল জোন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠা ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার সুগন্ধা পয়েন্ট সংলগ্ন প্রধান সড়কের পাশের এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে দীর্ঘ মেয়াদে বন্দোবস্তি নেওয়া ২৭ টি প্লট শর্ত ভঙ্গের অভিযোগে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ইতিপূর্বে বাতিল ঘোষণা করে। এর মধ্যে জোনটির সুগন্ধা পয়েন্টে প্রধান সড়ক লাগোয়া কয়েকটি প্লটের সরকারি মূল্যবান জায়গা দখল করে বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়।
” সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত অভিযান ২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এর মধ্যে ৪ টি খাবার রেস্তোরা, ৫ টি মুদির দোকান, ৭ টি ছোট-বড় বিভিন্ন দোকান এবং ৫ টি বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন অফিস রয়েছে। “
সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারিদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রিপ্লাই করুন

Your email address will not be published.