রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন আইজিপি

0 ১৯১

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

বুধবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি কক্সবাজার থেকে উখিয়ার কুতুপালং ১৯ নম্বর ক্যাম্পে গিয়ে পৌঁছান।সেখানে ৮ এপিবিএন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আন্তর্জাতিক সংস্থা এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ও একটি গাছ রোপণ করেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উখিয়ায় অবস্থিত ৮ এপিবিএন সদর কার্যালয়ে যান। সেখানে তিনি ক্যাম্পের আইন-শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের বৈঠক করেন।  

কক্সবাজার শহরে ফিরে দুপুর আড়াইটার পর পুলিশ প্রধান পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (০২ মে) বিকেলে একটি ফ্লাইটে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কক্সবাজার পৌঁছান। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

রিপ্লাই করুন

Your email address will not be published.