মাতামুহুরী থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

0 ১৬৭

নিজস্ব প্রতিবেদক,

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী ব্রিজের নিচ থেকে ‘পানিতে ভাসমান অবস্থায়’ এক সাবেক সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, বুধবার সকাল ৭ টায় চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচে উত্তর অংশের জিদ্দাবাজার সংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহসীন ভূট্টো (৪৭) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের হাল কাকরা এলাকার খলিলুর রহমানের ছেলে।

তিনি গত ১৯৯০ সালে সৈনিক হিসেবে সেনা বাহিনীতে যোগ দেন। গত ২০১১ সালের ২৪ জানুয়ারী চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয়দের বরাতে জাবেদ মাহমুদ বলেন, বুধবার সকালে চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচে পানিতে জনৈক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।

“ নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। “

ওসি বলেন, মৃত অবস্থায় উদ্ধার সাবেক সেনা সদস্যের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জাবেদ মাহমুদ।

রিপ্লাই করুন

Your email address will not be published.