দেশ ও পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালন আহবান 

0 ১৬০

 বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আবদুল্লাহ 

 বলেছেন, তল্পিবাহক মিডিয়া ও তোষামোদি সাংবাদিকতার কারণে অনুসন্ধানি, বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সংবাদ ধামাচাপা পড়ে যাচ্ছে। যারা পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে লিখছেন, তাদেরকে ‘সরকার বিরোধী’ তকমা লাগিয়ে হয়রানি করা হয়। বর্তমানে গণমাধ্যমের এক কঠিন সময় যাচ্ছে। আমরা কারো পক্ষে বা বিপক্ষে নই। দেশ ও পেশাগত স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। 

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) এর বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার রাতে (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া অনুষ্ঠিত সভায় এম আবদুল্লাহ বলেন,আজ মানুষের ভোটাধিকার বলতে নেই। স্বাধীন মত প্রকাশ করা যায় না। সত্য কথা বলতে গেলেই প্রতিবন্ধকতা আসবে, তা মেনে নিতে হবে।

সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব নুরুল আমিন রুকন,কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সৈকতের সম্পাদক মুহাম্মদ মাহবুবর রহমান, কক্সবাজার প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের কক্সবাজারের সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম। সভাপতি জিএএম আশেক উল্লাহ’র সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত হয়।

রিপ্লাই করুন

Your email address will not be published.