আরো ২৭৩ রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর

0 ২৫৭

নিজস্ব প্রতিবেদক্।

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের আরো ২৭৩ জন রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী উপস্থিত থেকে ২য় দফায় রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম শুরু করেছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে থাকা রোহিঙ্গাদের ২য় দফায় ৫৩ পরিবারের ২৭৩ জন কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে। এখানে আগত যেসব রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন মিজানুর রহমান।

উল্লেখ্য, গতকাল ৫ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত থেকে প্রথম দফায় ৩৬ পরিবারের ১৮৬ জন বাস্তুচ্যুত রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে সরানো হয়েছে।

রিপ্লাই করুন

Your email address will not be published.